Site icon Jamuna Television

ইংল্যান্ডের ইতিহাসের দিন ব্যাটিংয়ে সবাইকে ছাড়িয়ে গেলেন ডাকেট

চ্যাম্পিয়নস ট্রফির ‘বি’ গ্রুপে চলছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের হাইভোল্টেজ ম্যাচ। এই ম্যাচে চ্যাম্পিয়নস ট্রফিতে দলীয় সর্বোচ্চ রানের ইতিহাস গড়েছে ইংলিশরা। শনিবার (২২ ফেব্রুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাট করে প্রথম দল হিসেবে চ্যাম্পিয়নস ট্রফিতে সাড়ে তিনশ পার করেছে জশ বাটলারের দল। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৫১ রানে থেমেছে ইংল্যান্ড।

এই ম্যাচে চ্যাম্পিয়নস ট্রফির আসরে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ডও গড়েছেন ইংলিশ ব্যাটার বেন ডাকেট। মার্নাস লাবুশানের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরার আগে ডাকেট করেছেন ১৬৫ রান। এটিই আইসিসির এই আসরে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। তিনি ২০০৪ আসরে নিউজিল্যান্ডের ন্যাথান অ্যাস্টলের ১৪৫ রানের রেকর্ড ভেঙেছেন।

লাহোরে টস হেরে আগে ব্যাট করতে নেমেছিল ইংল্যান্ড। ক্রিজে নেমে শুরু থেকেই ডাকেট ছিলেন আগ্রাসী। ৫১ বলে ফিফটির পর ৯৫ বলে পেয়েছেন সেঞ্চুরির দেখা। লাবুশানের স্লোয়ার বলে লেগ বিফোরের আগে ১৪৩ বলে করেছেন ১৬৫ রান। তার ইনিংসটি সাজানো ছিল ১৭টি চার ও তিনটি ছক্কায়। এই ইনিংসের সুবাদে এখন তিনি চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসের সর্বোচ্চ ইনিংসের মালিক। ইংল্যান্ডের হয়ে আগে সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল জো রুটের। ২০১৭ সালে বার্মিংহামে বাংলাদেশের বিপক্ষে ১৩৩ রানে অপরাজিত ছিলেন রুট। 

বেন ডাকেট অবশ্য এদিন ইংলিশ ক্রিকেটের আরও এক রেকর্ড ভেঙেছেন। আইসিসির ওয়ানডে ইভেন্টে (বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফি) ইংল্যান্ডের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলেছেন আজ। পেছনে ফেলেছেন ২০১১ বিশ্বকাপে ভারতের বিপক্ষে অ্যান্ড্রু স্ট্রাউসের ১৫৮ রানের ইনিংসকে। 

ইংল্যান্ডের হয়ে ওয়ানডে ইতিহাসেই ৫ম সর্বোচ্চ ইনিংসও আজ খেলেছেন ডাকেট। সবার ওপরে ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে বেন স্টোকসের ১৮২ রানের ইনিংস। এরপর আছে অস্ট্রেলিয়ার বিপক্ষে জেসন রয়ের ১৮০, পাকিস্তানের বিপক্ষে অ্যালেক্স হেলসের ১৭১ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে রবিন স্মিথের ১৬৭ রান। চ্যাম্পিয়নস ট্রফিতে দলীয় সর্বোচ্চ রানের ইনিংস খেলার দিন জো রুটের সঙ্গে ১৫৮ রানের জুটি গড়েছেন বেন ডাকেট। রেকর্ড আছে সেখানেও। অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফিতে যেকোন উইকেটে যেকোন দলের এটি দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। ১ রানের জন্য সর্বোচ্চটা নিজেদের করে নেয়া হয়নি দুজনের। সবচেয়ে বেশি ১৫৯ রানের জুটি গড়েছিলেন মরগান এবং স্টোকস।

এদিকে, এই ম্যাচে নিউজিল্যান্ডের করা ৩৪৭ রানের ইনিংসের রেকর্ডকে দুইয়ে নামিয়ে দিয়েছে ইংলিশরা। কিউইরা ২০০৪ চ্যাম্পিয়নস ট্রফিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ওভালে ৪ উইকেট হারিয়ে এই রান তুলেছিল। এটিই এতদিন চ্যাম্পিয়নস ট্রফিতে দলীয় সর্বোচ্চ রানের ইনিংস ছিল। এখন এটি দ্বিতীয়। কিউইদের পরেই রয়েছে গত আসরের ফাইনালে করা পাকিস্তানের ইনিংসটি। ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা নির্ধারণী ম্যাচে ফখর জামানের সেঞ্চুরিতে পাকিস্তান ৪ উইকেটে ৩৩৮ রান সংগ্রহ করেছিল। অপরদিকে, আইসিসির মর্যাদাপূর্ণ এই আসরে ইংল্যান্ডের দলীয় সর্বোচ্চ স্কোর ছিল ৩২৩/৮।

/এনকে

Exit mobile version