Site icon Jamuna Television

মুন্সিগঞ্জে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ৪০

ফাইল ছবি

স্টাফ করেসপনডেন্ট, মুন্সিগঞ্জ:

মুন্সিগঞ্জ সদরের পাশাপাপাশি ৫টি গ্রামে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ অন্তত ৪০ জন আহত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর থেকে টরকি, চরকেওয়ার, উত্তর চরমশুরা খাসকান্দি ও গুহের চর এলাকায় এ ঘটনা ঘটে। সন্ধ্যা পর্যন্ত আহতরা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নেয়। এদের মধ্যে ৭জনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে চিকিৎসক। হাসপাতালে ভ্যাকসিন সংকটে চিকিৎসায় বিপত্তিতে পড়েছেন রোগীরা।

স্থানীয়রা জানান, দুপুরে টরকি এলাকায় একটি ভবঘুরে পাগলা কুকুর কামড়ে কয়েকজনকে আহত করে। পরে সন্ধ্যা পর্যন্ত খাসকান্দি, গুহেরচর ও খাসকান্দি এলাকায় নারী-শিশুসহ অন্তত ৪০ জনকে কামড়ায় কুকুরটি। তবে তাড়া করেও কুকুরটি আটকাতে সক্ষম হয়নি কেউ। পরে আহতদের উদ্ধার করে স্বজন ও এলাকবাসী হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. আতাউর করিম বলেন, সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪০ জনের মত চিকিৎসা নিয়েছে। তাদের হাতে-পায়ে, পিঠে ও ঘাড়ে আঘাত রয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর। হাসপাতালে ভ্যাকসিন সংকটে তাদের ঢাকা-নারায়ণগঞ্জ পাঠানো হয়েছে।

/এনকে

Exit mobile version