Site icon Jamuna Television

৬ জিম্মিকে ফেরত পেয়েও ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেয়নি ইসরায়েল

ফিলিস্তিনিদের মুক্তির অপেক্ষায় স্বজনরা। ছবি: আল জাজিরা।

হামাস ৬ ইসরায়েলি জিম্মিকে ফেরত দিলেও ফিলিস্তিনি কারাবন্দিদের মুক্তি দেয়নি ইসরায়েল। পরবর্তী ধাপের বন্দিদের আনুষ্ঠনিকতা ছাড়া মুক্তি দেয়া পর্যন্ত ফিলিস্তিনিদের মুক্তি দেয়া হবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

গতকাল শনিবার (২২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর আল জাজিরার।

বিবৃতিতে নেতানিয়াহু বলেন, হামাস ইসরায়েলি বন্দিদের অপমানজনক অনুষ্ঠানের মাধ্যমে জিম্মিদের ফেরত দিয়েছে। পাশাপাশি বন্দিদের সাথে নিন্দনীয় ব্যবহার করা হয়েছে। তাই পরবর্তী বন্দীদের কোনোরকম অনুষ্ঠান ছাড়া মুক্তি দেয়া পর্যন্ত ফিলিস্তিনি বন্দিদের মুক্তি স্থগিত করা হয়েছে।

এদিকে, অপেক্ষায় থেকেও ফিলিস্তিনিরা ছাড়া না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন তাদের স্বজনরা। অপরদিকে, নির্ধারিত সময়ের মধ্যে বন্দী মুক্তি না দেয়াকে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে হামাস।

প্রসঙ্গত, গতকাল শনিবার বন্দি বিনিময়ের সপ্তম দফায় ৬ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় হামাস। এদের মধ্যে চারজন ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের অভিযানে আটক হয়েছিল। বাকী দুইজন ১০ ও ১১ বছর ধরে গাজায় বন্দি ছিলেন। এর বিনিময়ে ৬ শতাধিক ফিলিস্তিনির মুক্তি পাওয়ার কথা ছিল। যাদের মধ্যে ৫০ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিল। তবে শর্ত অনুযায়ী এখনও তাদের মুক্তি দেয়নি ইসরায়েল।

/আরএইচ

Exit mobile version