নাটোরে বিয়েতে গান বাজানোকে কেন্দ্র করে মারধর, নিহত ১

|

প্রতীকী ছবি

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বিয়ে বাড়িতে গান বাজানোকে কেন্দ্র করে মারধরের ঘটনায় কামাল ব্যাপারী (৪৫) নামে একজন নিহত হয়েছেন। গতকাল শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে দশটার দিকে উপজেলার মানিকপুর পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত কামাল ব্যাপারী একই এলাকার মৃত ইসমাইল ব্যাপারীর ছেলে।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরল মুরমু জানান, শনিবার রাতে কামাল ব্যাপারীর ভাতিজা সুমনের বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি চলছিলো। এ সময় গান বাজানোকে কেন্দ্র করে প্রতিবেশী কয়েকজনের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে কামাল। একপর্যায়ে তারা কামালকে এলোপাথারিভাবে মারধর করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পুলিশের এই কর্মকর্তা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই অভিযুক্তরা পালিয়ে যায়। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। এ ঘটনায় একটি মামলা দায়েরেরও প্রস্তুতি চলছে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply