Site icon Jamuna Television

শীর্ষে বার্সেলোনা, জমে উঠেছে লা লিগা

স্প্যানিশ লা লিগায় লাস পালমাসকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে এই জয়ে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে কাতালান ক্লাবটি। সমান ম্যাচে এক পয়েন্ট কম অ্যাটলেটিকোর। অপরদিকে, এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্ট এখন ৫১।

শনিবার (২২ ফেব্রুয়ারি) গ্রান কানারিয়া স্টেডিয়ামে বার্সাকে আতিথ্য দেয় লাস পালমাস।

প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি দু’দল। লাস পালমাসের জমাট রক্ষণ ভাঙতে ব্যর্থ বার্সা ফরোয়ার্ডরা। অন্যদিকে বার্সা রক্ষণে ভীতি ছড়ালেও জালের দেখা পায়নি পালমাস। গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর স্বরুপে ফেরে কাতালান ক্লাবটি। ম্যাচের ৬২তম মিনিটে চমৎকার শটে ডেড লক ভাঙ্গেন ওলমো। ম্যাচের শেষ দিকে স্বাগতিকদের অ্যালেক্স সুয়ারেসের শট এরিক গার্সিয়ার হাতে লাগলে পেনাল্টির আবেদন করে পালমাস। তবে ভিএআর দেখে তা নাকচ করে দেন রেফারি।

ম্যাচের ইনজুরি সময়ের পঞ্চম মিনিটে পালমাসের জালে শেষ পেরেক ঠুকেন লোপেস। উল্লাসে মেতে ওঠে বার্সেলোনা শিবির।

বার্সার জয়ে স্বভাবতই জমে উঠল লা লিগা। নিজেদের পরবর্তী ম্যাচে রিয়াল মাদ্রিদ জিতলে বার্সার সাথে পয়েন্ট সমান হবে তাদের। তবে গোল ব্যবধানে দুই মাদ্রিদের চেয়ে অনেক এগিয়ে কাতালানরা। রোববার রাতে জিরোনার মোকাবিলা করবে রিয়াল।

/এমএইচআর

Exit mobile version