Site icon Jamuna Television

রাজধানীতে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের প্রধান গ্রেফতার

আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের প্রধান কামরুজ্জামান টুন্নু খা’কে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৩।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে র‍্যাব জানায়, আসামি ইতালি পাঠানোর কথা বলে লিবিয়াতে মানুষ পাচার করতো।ইতালি পাঠানোর লোভ দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার পাশাপাশি ভুক্তভোগীদের সেদেশে না পাঠিয়ে লিবিয়ায় দালালদের কাছে বিক্রি করে দিত টুন্নু।

পরবর্তীতে লিবিয়ার দালালের থেকে উদ্ধারের কথা বলে ভুক্তভোগীর পরিবারের কাছে পুনরায় মোটা অংকের টাকা আদায় করতো সে।

ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ এ অপরাধী চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানায় র‍্যাব।

/এমএইচআর

Exit mobile version