Site icon Jamuna Television

এয়ার ইন্ডিয়ার ওপর ক্ষোভ ঝাড়লেন ভারতের কৃষিমন্ত্রী

এয়ার ইন্ডিয়া বিমানে ভাঙা সিটকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের কেন্দ্রীয় সরকারের কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। রোববার (২৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার (২২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে তিনি লিখেছেন এয়ার ইন্ডিয়া ‘যাত্রীদের সঙ্গে প্রতারণা’ করছে। 

এক্সে শিবরাজ সিং লেখেন, ‘আজ পুসার কিষাণ মেলা উদ্বোধন করতে আমার ভোপাল থেকে দিল্লি আসতে হয়। সেখানে বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে আমার আলোচনা হয়। আমি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নাম্বার ‘এআই-৪৩৬’ এ একটি টিকিট বুক করি। আমাকে ৮সি সিটটি দেওয়া হয়। বসতে গিয়ে দেখি সিটটি ভাঙা; নিচু হয়ে আছে। সেখানে বসতে অস্বস্তি হচ্ছিল।’ 

তিনি আরও লিখেন, ভাঙা সিটের ব্যাপারে বিমানের এক ক্রুকে জিজ্ঞেস করা হলে তাকে বলা হয়, সিটটিতে যে ত্রুটি রয়েছে, সেটি সংস্থাকে জানানো হয়েছিল। এর টিকিট বিক্রি না করতেও বলা হয়েছিল।

/এআই

Exit mobile version