Site icon Jamuna Television

সৌরভ গাঙ্গুলির বায়োপিকে অভিনয় করতে পারেন যে বলিউড তারকা

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির আত্মজীবনীমূলক ছবি ঘিরে দীর্ঘদিন ধরে নানান জল্পনাকল্পনা চলছে। সৌরভের ভূমিকায় কোন বলিউড অভিনেতাকে দেখা যাবে, এ নিয়ে এতো দিন নানান প্রশ্ন ছিল।

প্রথমে সৌরভের বায়োপিক নিয়ে নাম উঠে এসেছিল আয়ুষ্মান খুরানার, তারপর শোনা যায় রণবীর কাপুরের নাম। তবে এই প্রশ্নের সম্ভাব্য উত্তর দিয়েছেন সৌরভ নিজেই।

গেল বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের বর্ধমানের এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌরভ বলেন, শুনেছি, রাজকুমার রাও আমার চরিত্রে অভিনয় করবেন। তবে শুটিংয়ের সময় ঠিক করা নিয়ে কিছু সমস্যা আছে, তাই সিনেমা মুক্তি পেতে এক বছরের বেশি সময় লাগবে।

অনেকদিন ধরেই সৌরভ গাঙ্গুলির বায়োপিক নিয়ে আলোচনা চলছিল। ভারতীয় ক্রিকেটকে বদলে দেয়ার নেপথ্য নায়ক হিসেবে পরিচিত সাবেক অধিনায়কের জীবন কাহিনী রূপালি পর্দায় তুলে ধরার পরিকল্পনা চলছে বহুদিন। অবশেষে সেই ছবির নায়ক হিসেবে রাজকুমার রাওয়ের নাম সামনে এল। বলিউডে নিজের দক্ষ অভিনয়ের জন্য পরিচিত রাজকুমার এবার মাঠে নামতে চলেছেন ‘প্রিন্স অফ ক্যালকাটা’র চরিত্রে।

/এটিএম

Exit mobile version