Site icon Jamuna Television

অজিদের ইংল্যান্ড বধে নেপথ্যের নায়ক ‘শিশির’: ইংলিস

রেকর্ড ভাঙ্গা-গড়ার খেলা ক্রিকেট। চলতি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে এই ভাঙ্গা-গড়ায় মজেছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে ইংল্যান্ডের করা ৩৫১ রানের ইনিংসটা ছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ। সেই রেকর্ড রান তাড়া করতে নেমে জয় দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির অভিযান শুরু করার পাশাপাশি সর্বোচ্চ রানের রেকর্ডটাও নিজেদের করে নিল ইনজুরিতে জর্জরিত অস্ট্রেলিয়া।

ইংল্যান্ডের বিপক্ষে এই জয়ের মূল কারিগর অজি উইকেট কিপার ব্যাটার জস ইংলিস। নিজেদের ইনিংসের শুরুতে উইকেট হারিয়ে পথ হারা অস্ট্রেলিয়াকে আলোর পথ দেখায় তার ১২০ রানের অপরাজিত ইনিংস। একপ্রান্ত আগলে রেখে ম্যাক্সওয়েলকে নিয়ে নোঙর গাড়েন জয়ের বন্দরে।

জস ইংলিস বলেন, আমি মনে করি, ৩৫০ রান যেকোনো ওয়ানডে ম্যাচে বড় লক্ষ্য। আমরা এখানে রাতে অনুশীলন করেছি। তাই জানতাম ৭-৮টার দিকে অনেক শিশির পড়বে। তাই আমরা যদি ম্যাচটি শেষের দিকে নিতে পারি, তাহলে ইংল্যান্ডের বোলারদের জন্য ডেথ ওভারে বোলিং করা কঠিন হবে। শিশির পড়ার কারণে বল উইকেট স্কিড করছিল, যা আমাদের রান তাড়ায় সাহায্য করেছে।

তিনি আরও বলেন, আমি মনে করি এটি সত্যিই বিশেষ। এটি কার বিপক্ষে, তা গুরুত্বপূর্ণ নয়। আমি আগেও বলেছি, এটি খুবই ছোট টুর্নামেন্ট। প্রথম ম্যাচ থেকেই পুরোপুরি মনোযোগী থাকতে হয়। তাই, সম্ভবত সবচেয়ে আনন্দের বিষয় হলো প্রথম ম্যাচেই জয় পাওয়া।

যে কোনও আইসিসি টুর্নামেন্টে নজির নেই এত রান তাড়া করে জেতার। ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার এটি দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়। মেগা টুর্নামেন্টিতে প্রথম ম্যাচে রেকর্ড গড়া জয় পাওয়ায় উচ্ছ্বসিত এই উইকেট কিপার ব্যাটার।

অন্যদিকে বেন ডাকেটের ১৬৫ রানের মহা কাব্যিক ইনিংসে স্কোর বোর্ডে ৩৫১ রান সংগ্রহ করে ইংল্যান্ড। ইংল্যান্ডের বোলারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত হার দিয়েই শুরু হল মিনি বিশ্বকাপের যাত্রা।

ইংলিশ অধিনায়ক বাটলার বলেন, আমার মনে হয়েছিল আমাদের স্কোরটা সত্যিই ভালো ছিল। দিনের বেলায় উইকেটে এক্সস্ট্রা বাউন্স ছিল। বল খুব একটা ভালোভাবে ব্যাটে আসছিল না। কিন্তু দ্বিতীয়ার্ধে বল একটু বেশি স্কিড করতে শুরু করে। কিন্তু ৩৫০ রান চেজ করার জন্য তাদের খুব ভালো খেলতে হত। এবং তারা তা করতে পেরেছে।

উল্লেখ্য, আগামী ২৫ ফেব্রুয়ারি নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। পরদিন আফগানিস্তানকে মোকাবিলা করবে ইংল্যান্ড।

/এমএইচআর

Exit mobile version