Site icon Jamuna Television

ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে সুপার সানডের হাইভোল্টেজ ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে খেলা। চলতি আসরে দুই দলেরই দ্বিতীয় ম্যাচ এটি।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ভিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, আক্সার প্যাটেল, কুলদীপ ইয়াদভ, হার্ষিত রানা, মোহাম্মদ শামি ও রবীন্দ্র জাদেজা।

পাকিস্তান একাদশ: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, তৈয়ব তাহির, খুশদিল শাহ, সালমান আলী আগা, আবরার আহমেদ, ইমাম-উল-হক, হারিস রউফ, নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদি।

উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিপক্ষে হার দিয়ে আসর শুরু করা পাকিস্তানের সামনে জয় ছাড়া কোনো বিকল্প নেই। অপরদিকে, ভারত চাইবে পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করতে। শেষবার দু’দলের দেখা হয়েছিল ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে। শিরোপা নির্ধারণী সেই ম্যাচে পাকিস্তানের কাছে বিশাল ব্যবধানে হেরেছিল ভারত।

/এমএইচআর

Exit mobile version