আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে ক্ষমতায় আসবে: দুদু

|

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এই বছরই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ধানের শীষ বিজয়ী হয়ে ক্ষমতায় আসবে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার মাঠ চত্ত্বরে জেলা বিএনপির আয়োজনে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে সমাবেশে একথা বলেন তিনি।

শামসুজ্জামান দুদু বলেন, ড. ইউনূস বলেছেন, শিক্ষার্থীদের একটা দল থাকা দরকার। এর অর্থ তিনি (ড. ইউনূস) শিক্ষার্থীদের পক্ষ নিয়েছেন। তাই তাকে নিরপেক্ষ বলা যাবে না। তার পদত্যাগের দাবি এখনও বিএনপি তোলেনি বলেও উল্লেখ করেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তারা খুব জনপ্রিয়। যদি জনপ্রিয়ই হয়ে থাকে তাহলে নির্বাচনে এসে তা প্রমাণ করতে হবে। ছয় মাস যেতে না যেতেই সদ্য রাজনীতিতে আসা শিক্ষার্থীদের রূপায়ন টাওয়ারে ফ্লোর, কোটি টাকার দামি গাড়ি বাড়ি ও হেলিকপ্টার ব্যবহার কিভাবে সম্ভব, এমন প্রশ্নও রাখেন তিনি।

শেখ হাসিনাসহ তার পরিবারের সকলে অসৎ উল্লেখ করে শামসুজ্জামান দুদু বলেন, দেশের এমন কোনো ব্যাংক নেই যেখানে তারা চুরি করেনি। শেখ মুজিবের নাতনি দেশেও চুরি করেছে আবার বিদেশেও চুরি করেছে।

শেখ রেহানার দিকেও অভিযোগের আঙুল তোলেন দুদু। বলেন, তিনি দেশের টাকা নিয়ে মেয়েকে বিদেশে লালন পালন করেছেন এবং লন্ডনে এমপি বানিয়েছেন। সেখানেও রেহানার কন্যা চুরি করে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। এই পরিবারটি শুধু চুরিই করেনি, হাজার হাজার মানুষও খুন করেছে। বিএনপির প্রায় দুই হাজার নেতাকর্মীকে গুম করা হয়েছে – যাদের এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি বলে দাবি করেন বিএনপির এই নেতা।

দুদু আরও বলেন, ঘরে ঘরে চুরি ডাকাতি ও লুটপাট হচ্ছে। সন্ধ্যার পর পরিবারের কোনো সদস্য বাইরে থাকলে দুশ্চিন্তায় থাকতে হয়। তাহলে এই সরকারের কাজটা কী? তিনি বলেন, নিয়ন্ত্রণ না করতে পারলে একটা ভালো নির্বাচনের ব্যবস্থা করেন। সেই নির্বাচনে যারা বিজয়ী হবে তাদের হাতে ক্ষমতা দিন।

বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী পরিবার, মন্ত্রী এমপিসহ সকলের সার্বিক বিষয় তদন্ত করা হবে বলেও উল্লেখ করেন শামসুজ্জামান দুদু। বলেন, বিএনপি নিয়ে টানাটানি করবেন না। কারণ বিএনপি চ্যালেঞ্জ নেয়ার দল।

/এএস/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply