Site icon Jamuna Television

লজ্জার রেকর্ডে তিনে শামি, শীর্ষে বাংলাদেশি

চ্যাম্পিয়ন্স ট্রফির বহুল আকাঙ্ক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচে লজ্জার রেকর্ড গড়েছেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি। ইনিংসের শুরুর ওভার করতে গিয়েই অনাকাঙ্ক্ষিত এ রেকর্ড গড়েন তিনি।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে এক ওভার শেষ করতে শামি বল ছুঁড়েছেন ১১টি। অর্থাৎ তিনি ওই ওভারে ৫টি ওয়াইড দিয়েছেন। ওয়ানডে ক্রিকেটে যা ভারতের হয়ে যৌথভাবে সবচেয়ে দীর্ঘ ওভার। এর আগে ১১ বলে ওভার সম্পন্ন করেছিলেন ইরফান পাঠান।

ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। ওপেনিংয়ে নামেন বাবর আজম ও ইমাম-উল-হক। স্ট্রাইকপ্রান্তে ছিলেন ইমাম। প্রথম ওভারে ৫টি ওয়াইড ও একটি সিংগেলে ৬ রান দেন শামি। 

চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে শামির এই ওভার তৃতীয় দীর্ঘতম। এই টুর্নামেন্টে যৌথভাবে দীর্ঘতম ওভার করার অনাকাঙ্ক্ষিত রেকর্ড বাংলাদেশের সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত ও জিম্বাবুয়ের সাবেক পেসার তিনাশে পানিয়াঙ্গারার। দুজনেরই ওভার শেষ করতে লেগেছিল ১৩ বল।

/এমএইচ 

Exit mobile version