Site icon Jamuna Television

বাসায় ঢুকে নাট্য অভিনেতা আজাদকে দুর্বৃত্তদের গুলি

স্টাফ করেসপনডেন্ট, সাভার:

সাভারের আশুলিয়ায় নিজ বাড়িতে নাট্য অভিনেতা আজিজুর রহমান আজাদকে গুলি করেছে দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তদের আঘাতে আহত হয়েছেন তার স্ত্রীও।

রোববার (২৩ ফেব্রুয়ারি) ভোর রাত সাড়ে ৩টার দিকে আশুলিয়ার জিরাবো এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তারা ২জন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, জিরাবো এলাকার বাড়িতে স্ত্রীকে নিয়ে বসবাস করেন অভিনেতা আজিজুর রহমান আজিজ। রোববার ভোর রাতে ২জন দুর্বৃত্ত তাদের বাড়ির রান্না ঘরের জানালা কেটে ভেতরে প্রবেশ করেন। এসময় অভিনেতা আজাদ ও তার স্ত্রী বুঝতে পেরে বাইরে আসলে দুর্বৃত্তরা আজাদের দুই পায়ে তিন রাউন্ড গুলি করে। একই সময় তার স্ত্রীকেও আঘাত করে পালিয়ে যায় তারা। পরে, স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজধানীর উত্তরায় শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি করেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম সিদ্দিক বলেন, দুর্বৃত্তরা রান্না ঘরের জানালার গ্রিল কেটে বাসায় প্রবেশ করে ওই অভিনেতার দুই পায়ে গুলি করেছে। তার স্ত্রীকেও আঘাত করে আহত করেছে। তবে ওই বাসার কোনো জিনিসপত্রও খোয়া যায়নি।

তিনি আরও বলেন, ডাকাতি কিংবা কোন উদ্দেশ্যে গুলি করা হয়েছে তা স্পষ্ট না। আমরা সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছি। তদন্ত করে পরে এ বিষয়ে নিশ্চিত করে বলা সম্ভব হবে।

/এসআইএন

Exit mobile version