Site icon Jamuna Television

গাজীপুরে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর:

গাজীপুরের মালেকেরবাড়ী এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে শহরের মালেকেরবাড়ি কলম্বিয়ার সামনে হা-মীম গ্রুপের একটি পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে।

পুলিশ ও শ্রমিকরা জানায়, বিনা নেটিশে ৭৬ জন শ্রমিককে দ্যাটস ইট ফ্যাশন লিমিটেড কর্তৃপক্ষ চাকরিচ্যুত করেন। এমনকি আইন অনুযায়ী ৪ মাসের বকেয়া দেয়ার নিয়ম থাকলেও দেনাপাওনা পরিশোধ না করে শ্রমিকদের চাকরিচ্যুত করেন। কারখানার সীমানাপ্রাচীরে চাকরিচ্যুতদের তালিকাও দেয়ালে প্রদর্শন করা হয়।

কারখানা কর্তৃপক্ষ জানায়, পূর্বে যেসব শ্রমিকরা অন্য শ্রমিকদের হামলা করেছে ও কারখানা ভাঙচুর চালিয়েছে তাদেরকেই ছাঁটাই করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসবের প্রতিবাদে সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা অবদি শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ অবরোধ করে রাখে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন যৌথবাহিনীর সদস্যরা। পরে শ্রমিকদের বুঝানোর চেষ্টা করে ব্যার্থ হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এক পর্যায়ে শ্রমিকদের ধাওয়া দিয়ে সরিয়ে দিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ উত্তর) রিয়াজ উদ্দিন জানান, কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে শীঘ্রই সমাধান হবে।

/এএস

Exit mobile version