Site icon Jamuna Television

আ. লীগের বিচারে ব্যর্থ হলে সুষ্ঠু নির্বাচনেও সরকার ব্যর্থ হবে: নাসিরউদ্দীন পাটোয়ারী

আওয়ামী লীগের বিচার করতে ব্যর্থ হলে সুষ্ঠু নির্বাচনেও সরকার ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। আওয়ামী লীগ ও জুলাই হত্যাকাণ্ডের প্রশ্নে সরকার নীরব থাকলে ছাত্র-জনতা আবারও মাঠে নামবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় প্রেসক্লাবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদন! জুলাই হত্যাকান্ডের ব্যবচ্ছেদ, দায় ও বিচার শীর্ষক আলোচনায় এ কথা বলেন তিনি।

জনগণ সরকারকে যে দায়িত্ব দিয়েছে, সরকার সে দায়িত্ব পালনে বাধ্য উল্লেখ করে নাসিরউদ্দীন পাটোয়ারী বলেন, আওয়ামী লীগের বিচার না করা হলে জনগণ আইন নিজের হাতে তুলে নিতে পারে। সেক্ষেত্রে দেশে গৃহযুদ্ধের শঙ্কার কথা বলেন তিনি। এসময় সরকারের থাকা অনেকের চামড়া গণ্ডারের মতো, তারা মানুষের কথা শুনতে পায়না বলেও অভিযোগ তোলেন নাগরিক কমিটির এই আহ্বায়ক।

বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলেও অভিযোগ করেন নাসিরউদ্দীন পাটোয়ারী। বাজার দর বৃদ্ধিরও সমালোচনা করেন। এই সমস্যাগুলো সমাধানে জাতীয় নাগরিক কমিটি ঐক্যবদ্ধ হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

/এমএইচ

Exit mobile version