Site icon Jamuna Television

রংপুরে সাবেক সিটি কাউন্সিলর কানা হারুন গ্রেফতার

সিনিয়র করেসপনডেন্ট রংপুর:

অপারেশন ডেভিল হান্টে রংপুর সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ নেতা হারুন অর রশীদ ওরফে কানা হারুনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে মাহিগঞ্জের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে গত শুক্রবার থেকে আজ শনিবার বিকেল পর্যন্ত অপারেশন ডেভিল হান্টের অভিযানে রংপুর বিভাগের ৮ জেলা থেকে আরও ১৬জনকে গ্রেফতার করেছে পুলিশ।  

রংপুর মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হত্যা চেষ্টা মামলায় রংপুর মহানগরীর ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর এবং আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদ হারুন ওরফে কানা হারুনকে গ্রেফতার করা হয়েছে। নগরীর মাহিগঞ্জে নিজ বাড়ি থেকে বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে যৌথ বাহিনী। এ সময় তার কাছ থেকে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এছাড়াও পীরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদকে উপজেলার পাকারমাথা থেকে এবং জাহিদ তারাগঞ্জের ইকরচালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলীকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পেছনে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক হত্যা হত্যা চেষ্টা ও নাশকতার মামলা রয়েছে। 

উল্লেখ্য, অপারেশন ডেভিল হান্টে রংপুর থেকে মোট ১৪ দিনে ৩৮০ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

/এসআইএন

Exit mobile version