Site icon Jamuna Television

স্বাস্থ্যখাতে চিকিৎসা সংকট নিরসনসহ ৫ দফা দাবি

ডাক্তার পদবী সংক্রান্ত রিট খারিজ, স্বাস্থ্যখাতে চিকিৎসা সংকট নিরসনসহ ৫ দফা দাবি জানিয়েছে ডক্টর’স মুভমেন্ট ফর জাস্টিস নামের একটি সংগঠন। রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ৫ দফা দাবি তুলে ধরেন তারা।

দাবি আদায়ে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেধে দেন সংগঠনের নেতারা। নির্ধারিত সময়ের মধ্যে এসব দাবি মানা না হলে সারাদেশের চিকিৎসকদের নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

২৫ তারিখ ডাক্তার পদবী সংক্রান্ত তিনটি রীট শুনানির জন্য নির্ধারিত রয়েছে জানিয়ে সংগঠনটির অভিযোগ, ২০১৩ সাল থেকে এই রীটটি চলছে। যার শুনানি পেছানো হয়েছে ৮৯ বার। তাই ২৫ ফ্রেব্রুয়ারির শুনানির মাধ্যমে এটি নিষ্পতির দাবি তোলেন তারা।

সংগঠনটির নেতারা বলেন, ২০১০ সালে বিএমডিসি অ্যাক্ট অনুযায়ী এমবিবিএস এবং বিডিএস চিকিৎসক ছাড়া কেউ ডাক্তার পদবী ব্যবহার করতে পারবে না। এর বিরুদ্ধে রীটটি করেছিলেন মেডিক্যাল এ্যাসিসট্যান্টরা।

/এমএইচ

Exit mobile version