Site icon Jamuna Television

‘ডু অর ডাই’ ম্যাচে কাল বাংলাদেশের প্রতিপক্ষ কিউইরা

ফাইল ছবি

ভারতের বিপক্ষে অসহায় আত্মসমর্পণের পর চ্যাম্পিয়নস ট্রফিতে টাইগারদের পরের মিশন নিউজিল্যান্ড। আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে কিউইদের মুখোমুখি হবে শান্তরা। পাকিস্তানের মাটিতে ভিন্ন কন্ডিশনে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে কি-না উঠছে সেই প্রশ্ন। টুর্নামেন্টে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে।

ওয়ানডেতে এখন পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৫ ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে কিউইদের জয় ৩৩ আর টাইগারদের ১১টিতে। পরিত্যক্ত হয়েছে এক ম্যাচ। এই সংস্করণে সবশেষ দেখায় নিউজিল্যান্ডের মাটিতে ৯ উইকেটের বড় জয় পেয়েছিল নাজমুল শান্তরা।

বিশ্বকাপে ৫ দেখায় নিউজিল্যান্ডের বিপক্ষে একবারও জয়ের মুখ দেখেনি টাইগাররা। সবশেষ ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের করা ২৪৫ রানের জবাবে ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌছে যায় নিউজিল্যান্ড।

তবে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে স্মৃতিমধুর ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে। কিউইদের ২৬৫ রানের জবাবে মাত্র ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে মুখ থুবড়ে পড়ে বাংলাদেশের টপ অর্ডার। এরপর জোড়া সেঞ্চুরিতে কার্ডিফে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের গল্প লিখে জয়ের নায়ক বনে যান সাকিব-রিয়াদরা।

যদিও সাম্প্রতিক পারফরমেন্সে অনেকটাই ব্যাকফুটে থাকবে বাংলাদেশ। শেষ ৫ ওয়ানডের সবকটিতেই হেরেছে টাইগাররা। বিপরীতে শেষ ৫ ম্যাচের মাত্র একটিতে হেরেছে ব্ল্যাকক্যাপসরা।

হারলেই টুর্নামেন্ট শেষ, জিতলে টিকে থাকবে সেমির আশা। বাংলাদেশের সামনে এমন সমীকরণের ম্যাচে, রাওয়ালপিন্ডির হাইস্কোরিং উইকেটে কী অপেক্ষা করছে সেটিই দেখার বিষয়।

/এনকে

Exit mobile version