Site icon Jamuna Television

গাজীপুরে অটোরিকশার সাথে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর: 

গাজীপুরের শ্রীপুরে অটোরিকশার সাথে সংঘর্ষে দুই মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হয়েছেন।

রোববার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার শৈলাট গ্রামে অটোরিকশার সাথে সংঘর্ষে দুই যুবক আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করেন।

নিহত মোটরসাইকেল চালক অনিক মন্ডল (২৫) উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামের মজিবর রহমানের ছেলে ও আরোহী একই গ্রামের শামীম আল মামুনের ছেলে রিয়াদ মন্ডল (২২)।

নিহতের চাচাতো ভাই মাজেদুর রহমান রায়হান বলেন, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শৈলাট বাজার থেকে মোটরসাইকেল যোগে কাচিনা যাওয়ার পথে শিপ্রা গার্মেন্টের সামনে পৌঁছা মাত্রই একটি ট্রাককে সাইড দিতে গিয়ে অটোরিকশার সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অনিক ও রিয়াদ গুরুতর আহত হয়। পরে অনিককে উদ্ধার করে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল ও রিয়াদকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে ও অনিক রাত ১১টার দিকে মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে জানতে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডলের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

/এটিএম

Exit mobile version