Site icon Jamuna Television

পদত্যাগ করতে রাজি জেলেনস্কি

 ইউক্রেনে শান্তি ফেরানোর প্রয়োজনে প্রেসিডেন্টের দায়িত্ব থেকে পদত্যাগ করতে রাজি হয়েছেন জেলেনস্কি। সেই সাথে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনের প্রবেশের বিনিময়ে ক্ষমতা ছাড়তে প্রস্তুত বলেও মন্তব্য করেছেন তিনি। সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ইউএস সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

জেলেনস্কি বলেছেন যে, যদি তার দেশে পদত্যাগের সম্ভাবনা থাকে, তাহলে তিনি পদত্যাগ করতে প্রস্তুত। স্থানীয় সময় রোববার (২৩ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে জেলেনস্কিকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যদি ইউক্রেনের জন্য শান্তি নিশ্চিত করা হয়, তাহলে তিনি পদত্যাগ করতে প্রস্তুত কিনা। উত্তরে তিনি বলেন, ‘যদি সত্যিই আমার পদত্যাগের প্রয়োজন হয়, তাহলে আমি প্রস্তুত।’

চলতি মাসের শুরুতে, মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেছিলেন যে কিয়েভের ন্যাটোতে যোগদান অবাস্তব। পরিস্থিতি বিবেচনায় এমন সিদ্ধান্ত নেয়া এখন সম্ভব নয়।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন যে ২০২২ সালে রাশিয়ার আক্রমণের জন্য ইউক্রেনই দায়ী। ইউক্রেনের প্রেসিডেন্টের জনপ্রিয়তা তলানিতে পৌঁছেছে। মেয়াদ শেষের ৯ মাস পরও নির্বাচন না দেয়ার সমালোচনা করেন তিনি।

এরপর পাল্টা বক্তব্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভুয়া তথ্যের রাজ্যে বাস করছেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

/এআই

Exit mobile version