রিজার্ভ বেড়ে ২১ বিলিয়ন

|

রেমিট্যান্সের কারণে বাড়ছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বর্তমানে রিজার্ভ বেড়ে প্রায় ২১ বিলিয়ন ডলারে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রাপ্ত তথ্য বলছে, চলতি মাস আইএমএফ এর হিসাব পদ্ধতি অনুযায়ী দেশের রিজার্ভ এখন ২০ দশমিক ৮৫ বিলিয়ন ডলার। যদিও কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, দেশের গ্রস রিজার্ভের পরিমাণ বেড়ে ২৬ দশমিক ১১ বিলিয়ন বা ২ হাজার ৬১১ কোটি ডলারে দাঁড়িয়েছে।

ফেব্রুয়ারির প্রথম ২২ দিনে ১৯৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২৩ হাজার ৫৪৬ কোটি টাকা। অর্থাৎ চলতি মাসে ২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে রেমিট্যান্স।

এর আগে জানুয়ারি মাসে ২১৯ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আর অর্থবছরের হিসাবে, গত আগস্ট থেকে টানা ছয় মাস ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply