Site icon Jamuna Television

বাস্তব জীবনেও স্টার দক্ষিণী তারকা বিজয় সেতুপতি

দক্ষিণ ভারতের সুপার স্টার বিজয় সেতুপতি। তবে শুধু পর্দার স্টার বললে ভুল হবে। বাস্তব জীবনেও যে তিনি স্টার তার প্রমাণ রাখলেন আবারও। সিনেমার অসহায় সহকর্মীদের জন্য এবার দান করলেন ১ কোটি ৩০ লাখ রুপি।

বিজয় সেতুপতির ছবি মানেই নতুনত্ব। একের পর এক সিনেমায় ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে তিনি নিজেকে আসীন করেছেন অনন্য এক উচ্চতায়। পর্দায় যেমন সবার অতি পছন্দের বিজয়, বাস্তবেও এই অভিনেতা অনেক মানবিক একজন মানুষ হিসেবেই পরিচিত।

ট্রেড বিশ্লেষক রমেশ বালা এক্সের এক পোস্টে জানিয়েছেন, অভিনেতা এই অর্থ দান করেছেন চলচ্চিত্রকর্মীদের জন্য একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স তৈরি করতে।

ফিল্ম এমপ্লয়িজ ফেডারেশন অব সাউথ ইন্ডিয়ার সদস্যদের জন্য এটি নির্মিত হবে। বিশ্লেষকদের মতে, এই ভবনটি ‘বিজয় সেতুপতি টাওয়ারস’ নামে পরিচিত হবে।

/এটিএম

Exit mobile version