Site icon Jamuna Television

বনশ্রীতে গুলি: নিরাপত্তা চাইলেন স্বর্ণ ব্যবসায়ীরা

রাজধানীর বনশ্রী এলাকায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করার ঘটনায় উদ্বেগ জানিয়ে মানববন্ধন করেছেন স্বর্ণ ব্যবসায়ীরা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) ব্যবসায়ীরা মানববন্ধন ও সড়কে অবস্থান নেন। পরে পুলিশের আশ্বাসে সড়ক ছেড়ে দেন ব্যবসায়ীরা।

রোববার রাতে বনশ্রী এলাকায় আনোয়ার হোসেন নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে দুর্বৃত্তরা। এ সময় তার কাছে থাকা ২০০ ভরি সোনা এবং নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেয় বলে জানান তার স্বজনরা। রাত সাড়ে ১০টার দিকে বনশ্রী ডি ব্লক ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

পরে রাত ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় আনোয়ার হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়।

এদিকে ব্যবসায়ী আনোয়ারকে গুলি করে ছিনতাইয়ের ঘটনার পর সোমবার সকাল থেকে বনশ্রী এলাকার তার বাড়ির সামনে ভিড় করছেন স্থানীয় মানুষ ও ব্যবসায়ীরা। দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যায় সেনাবাহিনী। এ সময় সেনাবাহিনীর কাছে নিরাপত্তা চান তারা।

/এনকে

Exit mobile version