Site icon Jamuna Television

সাজেকে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ৫০টির বেশি রিসোর্ট, রেস্টুরেন্ট ও বাড়ি

সারাদেশ ডেস্ক:

রাঙ্গামাটির সাজেকে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ৫০টির বেশি রিসোর্ট, কটেজ ও রেস্টুরেন্ট। পুড়েছে হেডম্যানের বাড়িও। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে এই আগুনের সূত্রপাত।

সোমবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে জানা যায়। একটি রিসোর্ট থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এই পর্যটনকেন্দ্রের আশপাশে অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা না থাকায় দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে। সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা নানাভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে।

এর মধ্যে দীঘিনালা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট পৌঁছালেও পানি সংকটের কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। রাঙামাটি থেকে আরও একটি ইউনিট পথে রয়েছে।

আগুন নিয়ন্ত্রণে বিমান বাহিনীর সহায়তা চাওয়ার কথা জানিয়েছে সেনাবাহিনী। হেলিকপ্টারে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করা হবে। ইতোমধ্যে হেলিকপ্টার রওনা দিয়েছে।

/এমএন

Exit mobile version