ফাইল ছবি
কুমিল্লা ব্যুরো:
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির সামগ্রিকভাবে অবনতি ঘটেছে বলে দাবি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, আমরা সিভিল পোস্ট থেকে চেষ্টা করছি আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে। জনজীবনে যেন গণ আতঙ্ক না ছড়ায় সে বিষয়ে আমরা কাজ করছি।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ ফয়েজিয়া রাজ্জাকিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের মিলাদ ও বিদায় অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোলন হয়েছে, সে আন্দোলনে আমাদের সংহতি রয়েছে।
তিনি আরও বলেন, দেশে সার্বিকভাবে একটি পট পরিবর্তন হয়েছে। দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে মানুষ ফ্যাসিবাদী শাসনের মধ্য দিয়ে গেছে। সার্বিক বিষয়গুলোতে মানুষ মানসিকভাবে বিপর্যস্ত। একই সাথে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে সেটিকে স্বীকার করছি। এছাড়াও সমাজের ছিনতাই বেড়ে গেছে। গতকাল বনশ্রীতে যে ঘটনাটি ঘটেছে সেটি অপ্রত্যাশিত।
/এসআইএন
Leave a reply