Site icon Jamuna Television

ইউক্রেন শান্তি চুক্তি করেছে, আত্মসমর্পণ নয়: ফরাসি প্রেসিডেন্ট

ইউক্রেন শান্তি চুক্তি করেছে, এর মানে এই নয় যে আত্মসমর্পণ করেছে- এমন মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। এছাড়া এই চুক্তিতে শতভাগ নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে বলে জোর দিয়েছে তিনি। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, হেয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক বৈঠকের সাংবাদিকদের সামনে এ কথা বলেন ফরাসি প্রেসিডেন্ট। ওই সংবাদ সম্মেলনে ট্রাম্পও উপস্থিত ছিলেন।

ম্যাক্রন বলেছেন, ইউক্রেনে যেকোনো শান্তি চুক্তি নিরাপত্তার নিশ্চয়তা সহকারে হতে হবে। স্থানীয় সময় সোমবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ম্যাকরন। এরপর উভয় নেতাই এ বিষয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন। সেখানে ম্যাকরন এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেছেন, এই শান্তি চুক্তি ইউক্রেনের আত্মসমর্পণ হওয়া উচিত নয়, এর অর্থ গ্যারান্টি ছাড়া যুদ্ধবিরতি হওয়া উচিত নয়।

তবে নিজে থেকে নিরাপত্তার নিশ্চয়তা সম্পর্কে কোনো মন্তব্য করেননি ট্রাম্প। বলেছেন, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার ব্যয়ের বোঝা কেবল যুক্তরাষ্ট্র নয়, ইউরোপিয়ানদেরও বহন করতে হবে।

এর জবাবে ম্যাকরন বলেছেন, ইউরোপই নিরাপত্তার বোঝা আরও ন্যায্যভাবে ভাগ করে নেয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে বোঝে এবং রুশ হামলার তৃতীয় বার্ষিকীতে যুদ্ধবিরতির আলোচনা এগিয়ে নেয়ার পথ দেখিয়েছে। 

/এআই

Exit mobile version