Site icon Jamuna Television

জবি ক্যারিয়ার ক্লাবের দুই দিনব্যাপী জাতীয় ক্যারিয়ার মেলা শুরু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যারিয়ার ক্লাব (জেএনইউসিসি) আয়োজিত দুই দিনব্যাপী জাতীয় ক্যারিয়ার মেলা ‘ন্যাশনাল জব জংশন-২০২৫’ শুরু হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের ৭২১নং কক্ষে ক্যারিয়ার বিষয়ক তিনটি সেশন অনুষ্ঠিত হয়।

প্রথম দিনের সেশনগুলোতে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন, শিল্পখাতের চাহিদা অনুযায়ী নিজেদের দক্ষতা উপস্থাপন এবং চাকরির বাজারে নিজেদের প্রতিষ্ঠিত করার বিষয়ে বক্তারা আলোচনা করেন।

সেমিনারে ‘বৈশ্বক পেশাগত সুযোগ’ বিষয়ক সেশনে বক্তব্য রাখেন আইডিপি বাংলাদেশ লিমিটেড এর বিক্রয় ও অপারেশন বিভাগের প্রধান আনোয়ার হোসাইন। ‘ক্রেকিং কর্পোরেট কোড’ বিষয়ক দ্বিতীয় সেশনের বক্তা হিসেবে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক এসকে আলমগীর হোসেন। তৃতীয় সেশনে ‘সিভি মেকিং’ বিষয়ে আলোচনা করে অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড এর ট্যালেন্ট ম্যানেজমেন্ট কার্যনির্বাহি মো. জামিল রওশন।

প্রসঙ্গত, এই মেলার মাধ্যমে দ্বিতীয় দিনের আয়োজনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, নবীন স্নাতক এবং তরুণ পেশাদাররা চল্লিশের অধিক শীর্ষস্থানীয় কোম্পানির সাথে সংযুক্ত হয়ে প্রায় দুই শতাধিক চাকরি এবং ইন্টার্নশিপের সুযোগ লাভ করতে পারবেন। মেলাটি দুই দিন (২৫ ও ২৬ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া এবং প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক।

সেমিনারে অতিথি হিসেবে আরও ছিলেন জবি ক্যারিয়ার ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, ক্লাবের প্রধান মডারেটর সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলাম ও মডারেটর সহকারী অধ্যাপক মো. আল আমিন।

/এমএইচ

Exit mobile version