থামলোই না রাওয়ালপিন্ডির বেরসিক বৃষ্টি। প্রায় সাড়ে তিন ঘণ্টা অপেক্ষা করে পরিত্যক্ত হলো অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার হাইভোল্টেজ ম্যাচ। খেলা দূরে থাক, টস পর্যন্ত হয়নি।
আজকের ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ২ ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে উঠেছে দক্ষিণ আফ্রিকা। সমান পয়েন্ট পেলেও রান রেটে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। অন্যদিকে, এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি ইংল্যান্ড ও আফগানিস্তান।
আগামীকাল করাচিতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও আফগানিস্তান। এ ম্যাচে যে দল হারবে, নিশ্চিতভাবেই তারা ছিটকে যাবে সেমিফাইনাল দৌড় থেকে। তবে জয়ী দল তাদের শেষ ম্যাচেও জয় পেলে সেমিফাইনালের আশা টিকে থাকবে।
/এমএইচ
Leave a reply