৬ দিনের রিমান্ডে জামালপুরের সাবেক এমপি আজাদ

|

জামালপুর করেসপনডেন্ট:

ছাত্র-জনতার আন্দোলনে হামলাসহ নাশকতার দুই মামলায় জামালপুর-৫ আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদকে ৬ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে জামালপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক মুস্তাফিজুর রহমান এই আদেশ দেন।

২০২২ সালের ১৩ ডিসেম্বর বিএনপির সমাবেশে হামলা ও চলতি বছরের ছাত্র-জনতার আন্দোলনে হামলার পরিকল্পনাকারী হিসেবে দুটি মামলায় আবুল কালাম আজাদকে আসামি করা করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আনিসুজ্জামান জানান, গত বছরের ৩ আগস্ট ছাত্র-জনতার মিছিলে আবুল কালাম আজাদের নির্দেশেই গুলি চালানো হয়। এ ঘটনায় দায়ের হওয়া দুই মামলায় জামিন আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করেন। একইসাথে ৬ দিনের রিমান্ডও মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত বছরের ৫ অক্টোবর সাবেক এমপি আবুল কালাম আজাদকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক ও জামালপুর-৫ আসনের সংসদ সদস্য ছিলেন।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply