Site icon Jamuna Television

ভোট উৎসবে সব ধরণের সহযোগিতা: ফজলে নূর তাপস

নির্বাচনী প্রচার শুরু করেছেন ঢাকা-১০ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
মঙ্গলবার দুপুরে রাজধানীর হাজারীবাগ থেকে প্রচারণা শুরু করেন তিনি। এ সময় তিনি বলেন, গত দশ বছরে তার নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। সেই উন্নয়নের ধারা অব্যহত রাখতে তাকে আবারও বিজয়ী করার আহ্বান জানান তিনি।

ফজলে নূর তাপস বলেন, এবারের নির্বাচন হচ্ছে অংশগ্রহণ মূলক। তাই সুষ্ঠুভাবে ভোট উৎসব পালনে তার পক্ষ থেকে সব ধরণের সহযোগিতার করা হবে বলে জানান তিনি।

Exit mobile version