Site icon Jamuna Television

অনুশীলনের জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন সাকিব

অনুশীলনের জন্য আগামী ২৭ ফেব্রুয়ারি যুক্তরাজ্যে যাচ্ছেন সাকিব আল হাসান। অনুশীলন করবেন সারে ক্রিকেট ক্লাবের সাথে। সেখানে দুই সপ্তাহ থাকবেন।

কেনিংটন ওভালের কাছেই একটি হোটেলে থাকবেন এই অলরাউন্ডার। অবৈধ অ্যাকশনের কারণে বোলিংয়ে আইসিসি থেকে নিষেধাজ্ঞা পান সাকিব। ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যাটার হিসেবে খেললেও বোলিংয়ে এবার অনুশীলনে ফিরছেন এই তারকা।

সম্প্রতি গুঞ্জন ওঠে ঢাকা প্রিমিয়ার লিগে লেজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলবেন সাকিব। যদিও একদিনের মাঝেই স্থগিত করা হয় সেই চুক্তি।

/এসআইএন

Exit mobile version