Site icon Jamuna Television

নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কার্যকর পদক্ষেপ নিতে পারছে না: রিজভী

দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কার্যকর পদক্ষেপ নিতে পারছে না বলে অভিযোগ তুলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ‘আমরা বিএনপি পরিবারে’র পক্ষ থেকে ক্যান্সার আক্রান্তদের চিকিৎসা সহায়তা প্রদান কর্মসূচিতে তিনি এমন মন্তব্য করেন।

রিজভী বলেন, দিন দুপুরে সন্ত্রাস, ছিনতাই, নারী ধর্ষণের মত ঘটনা ঘটছে। সাধারনের জীবনের নিরাপত্তা দিতে পারেনি এই সরকার।

স্বরাষ্ট্র উপদেষ্টা কাজের দক্ষতা দেখাতে পারছে না বলেও মন্তব্য করেন রিজভী। দাবি করেন, সাংস্কৃতিক নানা কর্মসূচীতে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে বাধা দেয়া হচ্ছে ।

রাজনীতি মানে মিটিং মিছিল করা নয় উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, কে কতো সমাজ সেবা করেছে তার ওপর রাজনৈতিক ক্যারিয়ার নির্ভর করে।

/এমএইচ

Exit mobile version