Site icon Jamuna Television

খনিজ সম্পদ চুক্তির নিয়ে যুক্তরাষ্ট্র-ইউক্রেনের সমঝোতা

খনিজ সম্পদ চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্র-ইউক্রেনের মধ্যে হয়েছে সমঝোতা। খসড়ায় বেশ কিছু সংস্কারের পর, চূড়ান্ত হয় শর্তাবলী। কিয়েভের শীর্ষ এক কর্মকর্তার বরাত দিয়ে ইউএস সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, তবে, নতুন কী কী বিষয় যুক্ত বা বাতিল হয়েছে, সেসব বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। চুক্তি স্বাক্ষরের জন্য আগামী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ওয়াশিংটন যাবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি।

বিভিন্ন গণমাধ্যম বলছে, ইউক্রেনের প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে যুক্তরাষ্ট্রের ৫শ’ বিলিয়ন ডলার রাজস্ব আদায়ের পরিকল্পনায় আনা হয়েছে পরিবর্তন। তবে, ইউক্রেনের নিরাপত্তা ইস্যুতে স্পষ্ট কিছু বলা হয়নি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়েই, ইউক্রেন ইস্যুতে জো বাইডেন প্রশাসনের উল্টো পথে হাটছেন ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে রাশিয়ার সাথে সম্পর্কোন্নয়ন করছেন ট্রাম্প।

/এআই

Exit mobile version