যুক্তরাষ্ট্রে অভিনব কায়দায় পোষা প্রাণির দোকান থেকে ৮ হাজার ডলারের কুকুরছানা চুরি

|

অভিনব কায়দায় কুকুরছানা চুরি! হঠাৎ অসুস্থতার ভান করে মাটিতে পড়ে যান একজন। তার দিকে যখন দোকানের কর্মচারীদের মনোযোগ, তখন সঙ্গে থাকা বাকি দু’জন পালায় কয়েকটি কুকুরছানা নিয়ে। যুক্তরাষ্ট্রের কলোরাডোয় এক পোষা প্রাণির দোকানে হয়েছে এমন ঘটনা। চুরি করা কুকুরছানাগুলোর দাম ৮ হাজার ডলার। এক প্রতিবেদনে ইউএস সংবাদমাধ্যম এনবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে দোকানটিতে প্রবেশ করে তিন ব্যক্তি। তাদের আচরণ এমন ছিলো যেন একে অপরের সম্পূর্ণ অপরিচিত।

হঠাৎ অসুস্থতার ভান করে মাটিতে পড়ে যান তাদের একজন। মূলত, তাদের আসল উদ্দেশ্য ছিলো কর্মচারীদের দৃষ্টি আকর্ষন করা। অন্যদিকে, বাকি দু’জন সুযোগের অপেক্ষায় ছিলেন। দোকানের কর্মীরা যখন মাটিতে পড়ে থাকা ব্যক্তিকে নিয়ে ব্যস্ত, ঠিক তখনই খাঁচা বুলডগ প্রজাতির কয়েকটি কুকুরছানা নিয়ে পালানোর চেষ্টা করে তারা।

এসময় একজনকে আটক করে কর্মীরা। এরপর তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। বাকি দুই অভিযুক্তকে খোঁজ করছে পুলিশ। দোকানটিতে এক সপ্তাহে তিন বার চুরির চেষ্টা হয়েছে বলে জানান দোকানের মালিক।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply