জাদরানের রেকর্ডের দিনে ইংল্যান্ডের বিপক্ষে রানবন্যা আফগানিস্তানের

|

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ‘বি’ গ্রুপের ম্যাচে ইংল্যান্ডকে ৩২৬ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান। ইব্রাহিম জাদরানের দুর্দান্ত ১৭৭ রানের ইনিংসে ভর করে ইংলিশদের বিপক্ষে এ লড়াকু সংগ্রহ পায় তারা। টুর্নামেন্টের সব আসরের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়েন জাদরান। পাশাপাশি ওয়ানডেতে দলটির পঞ্চম সর্বোচ্চ দলীয় সংগ্রহ এটি।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহিদি।

আগে ব্যাট করতে নেমে, শুরুতেই খেই হারায় আফগানরা। দলীয় ১৫ রানেই প্রতিপক্ষ শিবিরে জোড়া আঘাত হানেন জোফরা আর্চার। ব্যক্তিগত ৬ রানে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন রহমানউল্লাহ গুরবাজ। ৪ রান করেই লেগ বিফোরের ফাঁদে পড়ে প্যাভিলিয়নের পথ ধরেন সেদিকুল্লাহ অটল।

নতুন ব্যাটার রহমত শাহ’র ব্যাটও হাসেনি এদিন। আর্চারের তৃতীয় শিকারে পরিণত হয়ে মাত্র ৪ রান করেই বিদায় নেন তিনি। ৩৭ রানে ৩ উইকেট হারিয়ে রীতিমতো বিপর্যয়ে পড়ে আফগানরা।

এরপর দলের দায়িত্ব নেন ইব্রাহিম জাদরান। অধিনায়ক হাশমতউল্লাহ শহিদিকে সঙ্গে নিয়ে গড়েন ১০৩ রানের দুর্দান্ত এক জুটি। ব্যক্তিগত ৪০ রানে আদিল রশিদের বলে বোল্ড হয়ে বিদায় নেন আফগান অধিনায়ক।

ফের নতুন ব্যাটার আজমতউল্লাহ ওমরজাইকে সঙ্গে নিয়ে ৭২ রানের জুটি গড়েন জাদরান। ৪১ রান করে জেমি ওভারটনের ডেলিভারিতে ক্যাচ তুলে দেন ওমরজাই।

ব্যাটাররা আসা-যাওয়ার মধ্যেও একপ্রান্ত আগলে লড়াই চালিয়ে যেতে থাকেন জাদরান। ব্যক্তিগত ১৭৭ রানে লিভিংস্টোনের বলে ক্যাচ তুলে দেন তিনি। মোহাম্মদ নবির ব্যাটে আসে ৪০ রান। তাকেও বিদায় করেন লিভিংস্টোন। শেষপর্যন্ত ৩২৫ রানে থামে আফগানরা।

ইংলিশদের পক্ষে ৬৪ রানের খরচায় ৩টি উইকেট তুলে নেন জোফরা আর্চার। এছাড়া, লিয়াম লিভিংস্টোন ২টি এবং আদিল রশিদ ও জেমি ওভারটন পান ১টি করে উইকেট।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply