Site icon Jamuna Television

নাহিদের মন্ত্রণালয়ের দায়িত্বে মাহফুজ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। এর মাধ্যমে উপদেষ্টা পদ থেকে সদ্য পদত্যাগ করা নাহিদ ইসলামের স্থলাভিষিক্ত হলেন তিনি।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও উল্লেখ করা হয়।

এদিকে, নাহিদ ইসলামের রেখে যাওয়া ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অধীনে রাখা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৫ ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নিতে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন নাহিদ ইসলাম। এর ফলে তার দায়িত্বে থাকা দুইটি মন্ত্রণালয় উপদেষ্টা শূন্য হয়ে পড়ে। এবার দফতবিহীন উপদেষ্টা মাহফুজ আলমকে তার স্থলাভিষিক্ত করলো সরকার।

/আরএইচ

Exit mobile version