Site icon Jamuna Television

জবিতে ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে চাকরি মেলা অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যারিয়ার ক্লাবের আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে জাতীয় চাকরি মেলা ‘ন্যাশনাল জব জংশন-২০২৫’। এতে অংশগ্রহণকারী প্রায় দুই শতাধিক শিক্ষার্থীকে দেশের পঁয়ত্রিশটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান বিভিন্ন পদে চাকরি ও ইন্টার্নিশিপের সুযোগ দেবে বলে জানা গেছে। জবি শিক্ষার্থী ছাড়াও সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ মেলায় অংশগ্রহণ করেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম মেলার উদ্বোধন করেন এবং উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর স্টল ঘুরে দেখেন।

মেলার দ্বিতীয় দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় আগত প্রায় সহস্রাধিক শিক্ষার্থী, নবীন স্নাতক এবং তরুণ পেশাদাররা ৩৫টি শীর্ষস্থানীয় কোম্পানির সাথে সংযুক্ত হয়ে প্রায় ২০০টি চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ লাভ করবেন বলে জানিয়েছেন আয়োজনের সংশ্লিষ্টরা। অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে সিভি জমা দেয়ার পাশাপাশি কিছু ক্ষেত্রে অন-স্পট ইন্টারভিউ দিতেও দেখা গেছে কিছু চাকরি প্রার্থীকে।

মেলায় আসা শিক্ষার্থীরা বলেন, জবি ক্যারিয়ার ক্লাবকে ধন্যবাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এত বড় প্রোগ্রাম আয়োজন করার জন্য। এই ধরনের চাকরি মেলা শিক্ষার্থীদের জন্য খুবই উপকারী। চাকরি মেলার মাধ্যমে ক্যাম্পাস থেকেই চাকরি বা ইন্টার্নশিপের সুযোগ আমাদের জন্য একটি অনন্য পাওয়া। আশা করছি, ক্যারিয়ার ক্লাব প্রতিবছর এ ধরনের প্রোগ্রাম আরও বড় পরিসরে আয়োজন করবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, এ ধরনের প্রোগ্রাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে, যা অত্যন্ত আনন্দের বিষয়। ভবিষ্যতে এ ধরনের প্রোগ্রাম আরও বৃহত্তর পরিসরে আয়োজন করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি শাহরিয়ার ইমন বলেন, জবি ক্যারিয়ার ক্লাবের এই ‘ন্যাশনাল জব জাঙ্কশন-২০২৫’ মাধ্যম নবীন স্নাতক পাশ করা শিক্ষার্থীরা ভীষণভাবে উপকৃত হবেন। আমরা চেষ্টা করবো প্রতি বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এ ধরনের কার্যকর প্রোগ্রাম আয়োজন করার। যাতে করে নবীন স্নাতক ও তরুণ পেশাদারদের চাকরি নিয়ে দুশ্চিন্তা কিছুটা হলেও লাঘব হয়।

মেলায় মিডিয়া পার্টনার হিসেবে ছিলো যমুনা টেলিভিশন। এছাড়া মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক এবং জবি ক্যারিয়ার ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. মহিউদ্দিন ও ক্লাবের প্রধান মডারেটর সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলাম ও মডারেটর সহকারী অধ্যাপক মো. আল আমিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

/এমএইচ

Exit mobile version