Site icon Jamuna Television

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির আয়োজনে ‘ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কনফারেন্স’ অনুষ্ঠিত

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের আয়োজনে দুইদিন ব্যাপী ‘ইন্টিগ্রিটিং ইন্টারডিসিপ্রিলিমিনারিটি ইন টু ইংলিশ স্টাডিজ’ শীর্ষক আন্তর্জাতিক ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২২ ও ২৩ ফেব্রুয়ারি এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনলাইনে আয়োজিত এই সম্মেলনে দেশি-বিদেশি প্রায় ৩০০ শিক্ষার্থী অংশ নেয়। এছাড়া, ১৩টি অধিবেশনে গবেষণাভিত্তিক আলোচনা ও উপস্থাপনা অনুষ্ঠিত হয়।

সম্মেলনের প্রধান অতিথি জাপানের ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ের সহকারী ডিন অধ্যাপক ড. তানিয়া হোসেন তার বক্তব্যে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন। এছাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকরা সেশন পরিচালনা করেন।

সম্মেলনটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. ফারাহনাজ ফিরোজ। এ সময় বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান, রেজিস্ট্রার মোহাম্মদ আবদুল মতিন, ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও সম্মেলনের আহ্বায়ক প্রফেসর ড. সায়মা আরজুসহ বিভাগের অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

/আরএইচ

Exit mobile version