Site icon Jamuna Television

কঙ্গোয় ‘রহস্যময়’ রোগে ৫৩ জনের মৃত্যু

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর উত্তর-পশ্চিম অঞ্চলে অজ্ঞাত একটি রোগ ছড়িয়ে পড়েছে। এতে গত পাঁচ সপ্তাহে অন্তত ৫৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। খবর ওয়াশিংটন পোস্টের।

মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, ইকুয়াতর প্রদেশের দু’টি গ্রামে অজ্ঞাত এই রোগে মৃত্যু হয়েছে কমপক্ষে ৫৩ জনের। এখন পর্যন্ত সংক্রমিত ৪১৯ জন।

গত ২১ জানুয়ারি থেকে শুরু হয় সংক্রমণ। দ্রুত রোগটি ছড়াচ্ছে, এমন সতর্কবার্তা দিয়েছে হু। তবে এখনও রোগটির কারণ ও কীভাবে এটি ছড়াচ্ছে, সে বিষয়ে কোনো তথ্য নেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে।

সংস্থাটির আফ্রিকা অফিস জানায়, বোলোকো শহরের তিন শিশুর শরীরে প্রথম শনাক্ত হয় রোগটি। জানা গেছে, ওই বাচ্চারা বাদুড়ের মাংস খেয়েছিল। এরপর তাদের ব্যাপক জ্বর আসে এবং ৪৮ ঘণ্টার মধ্যেই একটি বাচ্চা মারা যায়। 

আক্রান্তদের ইবোলা ও মারবার্গ ভাইরাসের পরীক্ষা করা হলেও শনাক্ত হয়নি এসব রোগ।

/এএম

Exit mobile version