Site icon Jamuna Television

বিএনপির বর্ধিত সভা শুরু, ভার্চুয়ালি যোগ দিয়েছেন তারেক রহমান

৭ বছর বছর দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র বর্ধিত সভা আজ। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে সভা শুরু হয়। এতে লন্ডন থেকে যোগ দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি ভাষণ দেয়ার কথা রয়েছে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার।

সকাল সাড়ে ১০টায় পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে শুরু হয় সভার আনুষ্ঠানিকতা। সভায় স্বাগত বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সভার শুরুতেই বিগত আন্দোলনে এবং জুলাই অভ্যুত্থানে নিহতদেরর স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। শোকপ্রস্তাব পাঠ করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।

সারা দেশ থেকে আসা প্রায় চার হাজার প্রতিনিধি এতে অংশ নিচ্ছেন। সভার প্রধান এজেন্ডায় রয়েছে জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও ভবিষ্যৎ কর্মপন্থা। তৃণমূলের নেতাদের দেয়া মতামতকে গুরুত্ব দিয়ে তৈরি করা হবে দলের কর্মপরিকল্পনা।

সভায় দলের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা জানান, বিগত আন্দোলনের মূল্যায়নের পাশাপাশি আগামী সংসদ নির্বাচন পর্যন্ত দলের কর্মপরিকল্পনা কী হবে সে বিষয়ে মতামত নিতেই এই সভা ডাকা হয়েছে। তৃণমূলের নেতাদের বক্তব্যের মধ্য দিয়ে সংশ্লিষ্ট সংসদীয় এলাকার সম্ভাব্য প্রার্থীদের অবস্থান, জনপ্রিয়তা এবং নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ কেমন, সেই চিত্র উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে।

নেতারা আরও জানান, আগামী নির্বাচনে জয়ী হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এমন প্রার্থীদের মনোনয়ন দেয়া হবে। তৃণমূলের বক্তব্যে অনেক প্রার্থীর বিষয়ে একটি ‘মূল্যায়ন চিত্র’ পাওয়া যাবে। সংসদ নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার ক্ষেত্রে তৃণমূল নেতাদের মতামতকে গুরুত্ব দেয়া হবে।

উল্লেখ্য, উদ্বোধনী ও সমাপনী পর্বে নেতাদের উদ্দেশে বক্তব্য দেবেন তারেক রহমান। সংসদ নির্বাচনের প্রস্তুতি, ঐক্য ও শৃঙ্খলা ধরে রাখাসহ নানা দিকনির্দেশনা দেবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যা মাঠে বাস্তবায়ন করবে তৃণমূলের নেতারা।

/এমএইচআর

Exit mobile version