Site icon Jamuna Television

বেক্সিমকো কর্মীদের পাওনা পরিশোধে ৫২৫ কোটি টাকা জোগাড় হয়েছে: শ্রম উপদেষ্টা

ফাইল ছবি।

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে বন্ধ হওয়া ১৪টি কারখানার কর্মীদের পাওয়া পরিশোধে ৫২৫ টাকা যোগাড় হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য জানান তিনি।

শ্রম উপদেষ্টা বলেন, এর মধ্যে অর্থ বিভাগের ব্যয় খাত থেকে ৩২৫ কোটি ৪৬ লাখ টাকা ও শ্রম মন্ত্রণালয় থেকে ঋণ হিসেবে ২০০ কোটি টাকা দেয়া হবে। এই টাকা থেকে ৩১ হাজার ৬৬৯ জন শ্রমিক ও এক হাজার ৫৬৫ জন কর্মকর্তার পাওনা পরিশোধ করা হবে। আগামী ৯ মার্চ থেকে এই কার্যক্রম শুরু হবে। এসময় বেক্সিমকোর চাকরি হারানো কর্মীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, বেক্সিমকো ঋণের মাধ্যমে অনেক টাকা লুট করেছে। গ্রুপটি রাজনৈতিক প্রভাব খাটিয়ে ১৩টি ব্যাংক থেকে ঋণ নিয়েছে। জনতা ব্যাংক থেকে সবচেয়ে বেশী টাকা নিয়েছে। যারা ঋণ কারসাজিতে যুক্তদের শাস্তির আওতায় আনা হবে। এক্ষেত্রে কেউ বিদেশে চলে গেলে তাদের পাসপোর্ট বাতিল করা হবে।

/আরএইচ

Exit mobile version