Site icon Jamuna Television

বুধবার সিলেট থেকে প্রচারণা শুরু করবেন ড. কামাল

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন আগামীকাল বুধবার সিলেটে যাবেন। সিলেটে পথসভার মধ্য দিয়ে ঐক্যফ্রন্টের সিনিয়র নেতারা নির্বাচনী প্রচার শুরু করবেন। ঐক্যফ্রন্টের পক্ষ থেকে মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, ড. কামাল হোসেন দুপুরের ফ্লাইটে সিলেট যাবেন। সেখানে বেলা ৩টার পরে মাজার জিয়ারত করে পথসভায় অংশ নেবেন।

ড. কামাল হোসেনের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জাতীয় সমাজতান্ত্রিকদল- জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী এবং কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি কাদের সিদ্দিকীও সিলেট যাবেন।

আগের নির্বাচনগুলোতে বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু হতো দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সিলেট মাজার জিয়ারতের মাধ্যমে। কিন্তু এবার তিনি দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাবন্দী।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে খালেদা জিয়ার অনুপস্থিতিতে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন এবার মাজার জিয়ারতের মাধ্যমে প্রচার শুরু করবেন।

Exit mobile version