Site icon Jamuna Television

অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার

অস্কার জয়ী হলিউড তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রী বেটসি আরাকাওয়ারের লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া তাদের পোষা কুকুরটিকেও মৃত অবস্থায় পাওয়া যায়।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের সানটা ফির নিজ বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

এক বিবৃতিতে পুলিশ জানায়, প্রাথমিক তদন্ত চলছে। অধিকতর তদন্তের জন্য সার্চ ওয়ারেন্টের অপেক্ষা করছে তারা।

ছয় যুগেরও বেশি লম্বা ক্যারিয়ারে হ্যাকমান অস্কারসহ দুইটি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, দুটি বাফটা, চারটি গোল্ডেন গ্লোব এবং একটি স্ক্রিন অ্যাক্টর পুরস্কার পেয়েছেন।

১৯৭১ সালে মুক্তিপ্রাপ্ত ফ্রেঞ্চ কানেকশন সিনেমায় গোয়েন্দা চরিত্র, জিমি পোপেই দোয়েলের জন্য তিনি অস্কার পুরস্কার পান। সিনেমাটির ব্যাপক সাফল্যের পর ১৯৭৫ সালে এর সিক্যুয়াল ফ্রেঞ্চ কানেকশন ২ মুক্তি পায়।

/এটিএম

Exit mobile version