Site icon Jamuna Television

গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে রিফাত রশীদের পদত্যাগ

জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়কদের ছাত্রসংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে পদত্যাগ করেছেন রিফাত রশীদ। বিক্ষোভ-হাতাহাতির মধ্যে গতকাল বুধবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের ভেতরে সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটি আত্মপ্রকাশ করে।

গণতান্ত্রিক ছাত্র সংসদের ঘোষিত আহ্বায়ক কমিটিতে রিফাত রশীদকে সিনিয়র সদস্য সচিব করা হয়েছিল। ২৪ ঘণ্টা না পেরুতেই আজ বৃহস্পতিবার সংগঠনটি থেকে পদত্যাগের কথা জানালেন জুলাই আন্দোলনের সম্মুখসারির এ সমন্বয়ক।

নয়া এই ছাত্রসংগঠনের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে গতকাল মধুর ক্যানটিনে বিক্ষোভ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা দাবি করেন, জুলাই আন্দোলনে তারা ভূমিকা রাখলেও বেসরকারি বিশ্ববিদল্যালয়ের শিক্ষার্থীদের মূল্যায়ন করা হচ্ছে না এই কমিটিতে।

বিক্ষোভের একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। তাতে আহত হন একাধিক। তার মাঝেই মধুর ক্যানটিনে ঢুকে কমিটি ঘোষণা করে নয়া এই ছাত্রসংগঠনের নেতারা। কমিটিতে আবু বাকের মজুমদারকে আহ্বায়ক, জাহিদ আহসানকে সদস্য সচিব করা হয়। স্লোগান ঠিক করা হয় ‘শিক্ষা, ঐক্য, মুক্তি’।

তার আগে বিক্ষোভের সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ‘ঢাবির সিন্ডিকেট ভেঙে দাও, গুড়িয়ে দাও’, ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘দিয়েছি তো রক্ত, আরও দিবো রক্ত’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিতে দেখা যায়। এমনকি তারা রিফাত রশীদের পক্ষেও স্লোগান দেন।

গুঞ্জন ছিল, এই কমিটিতে থাকছেন না রিফাত রশীদ। তবে শেষ পর্যন্ত ঘোষিত কমিটিতে তার নাম সিনিয়র সদস্য সচিব পদে রাখা হয়।

এদিকে, গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটিকে গতকাল রাতেই অবাঞ্ছিত ঘোষণা করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আগামীকাল শুক্রবারের মধ্যে কমিটির বিষয়ে যাবতীয় সমাধানের আল্টিমেটামও দিয়েছেন তারা। তবে, এর মাঝেই আজ কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করলো গণতান্ত্রিক ছাত্র সংসদ।

/এমএন

Exit mobile version