Site icon Jamuna Television

তেলেগু অভিনেতা কৃষ্ণ মুরালি গ্রেফতার

লেখক ও তেলেগু অভিনেতা কৃষ্ণ মুরালিকে গ্রেফতার করেছে ভারতের হায়দরাবাদ পুলিশ। একটি নির্দিষ্ট সম্প্রদায়কে নিয়ে অবমাননাকর বক্তব্য দেয়ার জন্য বুধবার (২৬ ফেব্রুয়ারি) তাকে গ্রেফতার করা হয়।

তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে এ সংক্রান্ত একটি নোটিশ অভিনেতার স্ত্রীকে পাঠিয়েছে পুলিশ। এতে বলা হয়, মুরালি কৃষ্ণ যে অপরাধ করেছেন তা আমল যোগ্য এবং জামিন অযোগ্য। এরিমধ্যে অভিনেতাকে জুডিশিয়াল কাস্টডির জন্য প্রথম শ্রেণির বিচারকের কাছে পাঠানো হয়েছে।

‘ক্র্যাক’, ‘টেম্পার’, ’জেমিনিসহ অসংখ্য দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন কৃষ্ণা মুরালি। মূলত, কমেডি চরিত্রে অভিনয় করেই অধিক খ্যাতি কুড়ান। অভিনয়ের পাশাপাশি দেড় শতাধিক সিনেমা রচনা করেছেন। পাশাপাশি কয়েকটি সিনেমা পরিচালনাও করেছেন।

/এটিএম

Exit mobile version