Site icon Jamuna Television

ভুলগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে, চ্যাম্পিয়নস ট্রফি শেষ করে শান্ত

টানা দুই হারে আগেই সেমিফাইনালের রেস থেকে ছিটকে গিয়েছিল বাংলাদেশ। যে দুই ম্যাচে ব্যাটিংয়ে একেবারেই সুবিধা করতে পারেনি। চলতি আসরে বাংলাদেশের অর্জন বলতে গেলে, আন্তর্জাতিক ক্রিকেটে তাওহীদ হৃদয়ের প্রথম সেঞ্চুরিই।

দুই ম্যাচ ছেড়ে আগেই বিদায় নিশ্চিত করা বাংলাদেশের সামনে আজ ছিল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ। যেটিও পণ্ড হয়ে গেছে বৃষ্টিতে। বেরসিক বৃষ্টি টসও হতে দেয়নি।

তবে রাওয়ালপিন্ডিতে ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় হতাশা প্রকাশ করেছে টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত। বলেন, ‘আমি খুবই হতাশ। আমরা সত্যিই ম্যাচটি খেলতে চেয়েছিলাম, কিন্তু আবহাওয়ার কারণে কিছুই করার ছিল না।’

হতাশাজনক পারফরম্যান্সের মধ্যেও ইতিবাচক বিষয় খুঁজে পেয়েছেন শান্ত। তিনি বলেন, ‘আমরা যেভাবে দুটি ম্যাচে দীর্ঘ সময় ধরে লড়াই করেছি, তা আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক। আমাদের ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে। আমরা সঠিক পরিকল্পনা করব এবং তা কার্যকর করার চেষ্টা করব।’

ব্যাটারদের ব্যর্থতার মাঝেও বল হাতে ভালোই করেছেন বোলাররা। বিশেষ করে তরুণম স্পিডস্টার নাহিদ রানা এক ম্যাচ খেলেই অনেক কিংবদন্তির নজর কেড়েছেন। দলের পেস ইউনিট নিয়ে কথা বলতে গিয়ে শান্ত জানান, সাম্প্রতিক বছরগুলোতে দেশের পেস বোলিং বিভাগ উন্নতি করেছে। তিনি বলেন, ‘আমরা সবসময়ই ফাস্ট বোলিং নিয়ে লড়াই করেছি, তবে এখন অনেক পেসার উঠে আসছে। ঘরোয়া ক্রিকেটেও বেশ কয়েকজন ভালো পারফর্ম করছে। তাসকিন, রানা ভালো করছে, মুস্তাফিজ তো রয়েছেই। আমাদের একটি শক্তিশালী বোলিং আক্রমণ রয়েছে, আশা করি তারা দলের জন্য সেরাটা দেবে।’

দলের ব্যাটিংয়ে স্ট্রাইক রোটেশন নিয়ে কাজ করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে টাইগার অধিনায়ক বলেন, ‘আমাকে নেটে আরও ভালো অনুশীলন করতে হবে। স্ট্রাইক রোটেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি, দলের সবাই বুঝতে পারবে যে আমাদের কী করা প্রয়োজন।’
/এনকে

/এনকে

Exit mobile version