ঝিনাইদহে পিকআপের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত

|

ঝিনাইদহ করেসপনডেন্ট:

ঝিনাইদহের কোটচাঁদপুরে পিকআপে ধাক্কায় এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল তিনটার দিকে উপজেলার তালেশ্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দাউদ হোসেন কোটচাঁদপুরের রাঙ্গিয়ার পোতা গ্রামের মৃত এলাহি বক্সের ছেলে। তিনি এলাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কাজ শেষ করে কালিগঞ্জ থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন দাউদ হোসেন। এ সময় সময় ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ তাকে ধাক্কা দেয় এবং দ্রুত পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন দাউদ হোসেন। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতুব্বর জানান, পিকআপ চালককে গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply