Site icon Jamuna Television

বাদুড় খাওয়ার পর রহস্যময় রোগ ছড়িয়ে পড়ছে কঙ্গোতে, নিহত ৫৩

রহস্যময় এক নতুন রোগের আতঙ্ক ছড়িয়ে পড়ছে আফ্রিকার দেশ কঙ্গোতে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বাদুড় খেয়ে তিন শিশুর মধ্যে প্রথম আবিষ্কৃত হয় এই অজানা রোগ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে সংবাদ সংস্থা এপি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গত পাঁচ সপ্তাহে উত্তর-পশ্চিম কঙ্গোতে ৫০ জনেরও বেশি মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে। স্থানীয় সময় ২১ জানুয়ারি থেকে শুরু হয় এই রোগের সংক্রমণ। সেসময় মোট ৪১৯ টি কেইস রেকর্ড করা হয়েছিলো এবং এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৫৩ জনে দাঁড়িয়েছে।

বেশিরভাগ ক্ষেত্রে অজানা এই রোগের লক্ষণ হচ্ছে- জ্বর, বমি এবং ইন্টারনাল ব্লিডিং(রক্তপাত)। রোগের লক্ষণ দেখা দেয়ার ৪৮ ঘণ্টার মধ্যে মৃত্যু হচ্ছে বেশিরভাগ রোগীদের।

দেশটির আঞ্চলিক পর্যবেক্ষণ কেন্দ্র বিকোরো হাসপাতালের মেডিকেল ডিরেক্টর সার্জ এনগালেবাটো বলেছেন, এটিই সত্যিই উদ্বেগজনক। অচিরেই এই রোগ সনাক্ত করতে হবে। নাহলে মহামারি ছড়িয়ে পড়তে পারে।

/এআই

Exit mobile version