স্টাফ করেসপনডেন্ট, পটুয়াখালী:
পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রভাব বিস্তার ও ভোটারদের কেন্দ্রে আসতে বাধাসহ বিভিন্ন অভিযোগ এনে ফলাফল বর্জন করেছে জামায়াতে ইসলামের আইনজীবী ফোরাম ল’ইয়ার্স কাউন্সিল। এ সময় নতুন নির্বাচন কমিশন গঠন করে পুনঃনির্বাচনের দাবি জানান তারা।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় ভোট গণনা চলাকালে জেলা আইনজীবী সমিতি কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন করে ভোট ও ফলাফল বর্জন করেন তারা। সংবাদ সম্মেলনে ল’ইয়ার্স কাউন্সিলের প্রার্থীদের পক্ষে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির ও সভাপতি পদের প্রতিদ্বন্দী প্রার্থী অ্যাডভোকেট নাজমুল আহসান।
বিএনপি ভোটারদের ভোটকেন্দ্রে কেন্দ্রে আসতে বাধা দিয়েছে বলে অভিযোগ রয়েছে। এছাড়াও ভয় দেখানো হয়েছে বলেও অভিযোগ করেন জামায়াতপন্থী আইনজীবীরা।
এসময় নাজমুল আহসান বলেন, যে ভোটের অধিকারের জন্য এত মানুষের প্রাণ গেল, এত মানুষ পঙ্গু হলো, সেই ভোটের অধিকারই আমরা পেলাম না। আমরা ভোটের সুষ্ঠু অধিকার চাই।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির কার্যলয়ের মধ্যে চলে ভোটগ্রহণ। মোট ভোটার সংখ্যা ৫৪৯ জন। এরমধ্যে ভোট দিয়েছেন ৩৯৬ জন। নির্বাচনে জাতীয়তবাদী আইনজীবী ফোরামের কবির-সালাহউদ্দিন প্যানেল বিজয়ী হয়েছে।
এআই/এটিএম
Leave a reply