Site icon Jamuna Television

রাজবাড়ীতে বিএনপির নির্বাচনী সভায় হামলা, ভাঙচুর

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী জেলা শহরের খলিফাপট্টি এলাকায় বিএনপির নির্বাচনী সভায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় সভার জন্য রাখা কয়েকশ চেয়ার ভাঙচুর করে হামলাকারীরা। মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে। এ সময় আতঙ্কে বাজারের দোকান ও মার্কেট বন্ধ করে ফেলেন ব্যাবসায়ীরা।

রাজবাড়ী-১ আসনের বিএনপির প্রার্থী জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম জানান, খলিফাপট্টিতে মঙ্গলবার বিকালে জেলা রিটার্নিং অফিসারের অনুমতিতে আমার নির্বাচনী সভা ছিল। এ উপলক্ষে চেয়ার টেবিল সাজানোর প্রস্তুতিকালে অতর্কিতভাবে সেখানে হামলা চালানো হয়। অর্ধশতাধিক চেয়ার ভাংচুর করে এবং বিএনপির নেতাকর্মীদের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে সন্ত্রাসীরা। এতে ১০/১৫ জন বিএনপি কর্মী আহত হন বলে তার অভিযোগ।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল করিম জানান, বিএনপি সেখানে মঞ্চ করে সভা করবে তা আমাদের জানা ছিল না। যখন তারা সভার প্রস্তুতি নিচ্ছিল তখন উচ্ছঙ্খৃল কিছু লোকজন হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করে। কারা এ ঘটনা ঘটিয়েছে সেটা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Exit mobile version